নারী সমাবেশে বক্তব্য দিচ্ছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য শাহজাদা সাজু। ছবি একুশে বিডি।
পটুয়াখালীতে সরকারি সুবিধাভোগী হতদরিদ্র নারীদের নিয়ে এই প্রথমবারের মতো বিশাল নারী সমাবেশ হয়েছে। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য শাহজাদা সাজুর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০ হাজার নারীর উপস্থিত ছিলেন।
ভিজিডি, বয়স্কভাতা ও বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, সরকারি সহায়তার টাকায় অনেক নারীই ঘুরে দাঁড়িয়েছেন। সমাশে এসে এসব নারীরা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শনিবার বেলা ১১টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে বৃদ্ধাসহ নানা বয়সী নারী। যাদের সবাই ভিজিডি, বিধবাভাতা, বয়স্কভাতা, একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ সরকারি বিভিন্ন সহায়তার উপকারভোগী।
সমাবেশে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে সংসদ সদস্য ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির পাহলোয়ান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাদা সাজু বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। কাউকে হাঁস-মুরগির খামার স্থাপন করে কর্মসংস্থান করে দেয়া হয়। কেউ সরকারি প্রশিক্ষণ নিয়ে আত্ম-কর্মসংস্থান করেছে। আবার কেউ কেউ বয়স্কভাতা ও বিধবা ভাতার টাকায় সংসারের অভাব ঘুচিয়েছেন। এছাড়াও নারীদের জন্য সরকার বিশেষ সুবিধা দেয়ার ফলে অনেক নারীই ঘুরে দাঁড়িয়েছেন।
পিছিয়ে পরা জনপদের এসব নারীদের আরও বেশি গতিশীল করতে এই সমাবেশের আয়োজন করা হয় বলেও জানান সাজু। এসময় আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রান্তিক জনপদের এসব নারীরা তাদের অধিকার সমুন্নত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবেন।
দশমিনা উপজেলায় সরকারি সুবিধাভোগী নারীর সংখ্যা সাড়ে ১৫ হাজার। এরমধ্যে সমাবেশে আসেন অন্তত ১০ হাজার নারী। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।