বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডে। ছবি : সংগৃহীত
হারলিন দেওলের ব্যাটে ভর করে জয়ের বন্দরে এগিয়ে যাচ্ছে ভারত। আর হারলিনকে সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। তবে বাংলাদেশি বোলার নাহিদা আক্তার ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে দলটির লাগাম টানার চেষ্টা করেছেন।
শনিবার (২২ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। এর আগে দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।
এ দিন আগে ব্যাটিংয়ে নেমে ফারজানা হক পিংকির অনবদ্য সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ১১ রানে ওপেনার শেফালি ভার্মাকে ফেরান মারুফা আক্তার। এরপরে স্বস্তিকা ভাটিয়াকে আউট করে ভারতকে চাপে ফেলেন সুলতানা খাতুন।
তবে ভারতের আরেক ওপেনার স্মৃতি মান্ধানাকে নিয়ে ১০৭ রানের জুটি গড়ে তোলেন হারলিন। ৫৯ রান করে স্মৃতি আউট হলেও একপাশ আগলে রাখেন হারলিন। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অধিনায়ক হারমানপ্রীত। ভারতীয় অধিনায়ককে মাত্র ১৪ রানে আউট করেন নাহিদা আক্তার। তাতে ম্যাচে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ।