ঝালকাঠির ভান্ডারিয়া উপজেলার ছত্রকান্দায় পুকুরে পড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত
ঝালকাঠির সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সদর উপজেলার ছত্রকান্দায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি বাসাট পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চলছে। ছবি একুশে বিডি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার পর থেকে খুলনা-ঝালকাঠি মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।