পিরোজপুর থেকে বরিশালগামী বাসার স্মৃতি নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই ১৪ জন যাত্রী নিহত হন।
শনিবার সকাল ১০ টার দিকে ঝালকাঠি- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৭ জন নারী ২ জন শিশু ও ৫ জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রাখা হয়েছে।
বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।