প্রতীকী ছবি
ফরিদপুর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে শহরের র্যাফেলস ইন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুর কোতোয়ালী থানার এসআই সনাতন কুমার মণ্ডল জানান, মোটরসাইকেলে দুই যুবক শহরে নিজ বাসায় ফিরছিলেন। শহরের র্যাফেলস ইন হোটেলের সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যুবক মারা যান। গুরুতর আহত অপর যুবককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকে অভিযান চলছে।