দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার অধীনে নির্বাচন সহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মজলিস বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ২২ জুলাই দুপুর ২ টায় বরিশাল সদর রোডস্থ অশ্বিনীকুমার টাউন হল চত্বরে খেলাফত মজলিস বরিশাল বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও তত্ত্বাবধায়ক বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন বাংলাদেশে বর্তমানে একটি রাজনৈতিক সংকট বিরাজ করছে এ সংকট থেকে উত্তরণ জন্য ৮ দফা দাবি বাস্তবায়ন এ সমাবেশ মনে করছে(১) দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে(২) নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তার নিশ্চিত করতে হবে(৩) দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে(৪) গ্রেফতারকৃত আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে(৫) রাজনৈতিক সভা সমাবেশ অবাধ সুযোগ নিশ্চিত করতে হবে(৬) পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করতে হবে( ৭) বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দান করতে হবে(৮) ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করতে হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় সাংগঠনের ভারপ্রাপ্ত আমির উপরোক্ত দাবিগুলো উত্থাপন করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন কেন্দ্রীয় সংগঠনের উপদেষ্টা শায়খুল হাদিস মাওলানা সাব্বির আহমেদ নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল মজিদ কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম মাহবুব আলম কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কাশেম বরিশাল জেলা পূর্ব সভাপতি অধ্যাপক মাওলানা মোয়াজ্জেম হোসাইন বরগুনা জেলা সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বরিশাল জেলা পশ্চিম সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন বরিশাল মহানগর সভাপতি মাওলানা আব্দুল কাদের হোসনাবাদী ঝলকাঠি জেলা সভাপতি ডাঃ সিদ্দিকুর রহমান ভোলা জেলা সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম ।