মণিপুরের ঘটনায় বিক্ষোভ সমাবেশে প্ল্যাকার্ড হাতে নারীরা। ছবি: এএনআই
ভারতের মণিপুরে দুই কুকি নারীকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় ঘোরানোর ঘটনায় উত্তাল পুরো ভারত। এরই মধ্যে সামনে এলো আরেক বিভীষিকা। রাজ্যটির রাজধানী ইমফালে একই পরিবারের দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২২ জুলাই) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ মে মণিপুরের ইমফালে কুকি সম্প্রদায়ের একই পরিবারের দুই বোনকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছে স্বজনরা। তবে ঘটনার পর এতোদিনেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গণধর্ষণের শিকার ওই দুই বোনের বাবা স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেছেন। এফআইআরে বলা হয়েছে, দুই বোনের একজনের বয়স ২১ বছর। অন্যজনের ২৪ বছর। সংঘর্ষের সময় একদল মানুষ জোর করে বাড়িতে প্রবেশ করে। এরপর দুই বোনকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা করা হয়।
ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে প্রায় তিন মাস ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে। প্রধানত মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে চলমান এ সংঘাতে প্রায় দেড়শ মানুষের মৃত্যু, ৮০০-র বেশি গুরুতর আহত ও ২৯০টির বেশি গ্রামের সাড়ে ৪ হাজারের বেশি ঘরবাড়ি তছনছ হয়েছে।
সংঘাতের প্রথম দিকেই (৪ মে) দুই কুকি নারীর ওপর ভয়াবহ যৌন নিগ্রহের ঘটনা ঘটলেও এর একটি ভিডিওচিত্র গত বুধবার (১৯ জুলাই) রাতে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হচ্ছে।
বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর আগে তাদের গণধর্ষণ করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। শুধু তা-ই নয়, বাধা দেয়ার চেষ্টা করায় নির্যাতনের শিকার এক নারীর ১৯ বছর বয়সী ভাইকেও হত্যা করা হয়েছে।
এরপরই এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।