মাদক কারবারি মো.নওশাদ আলী শেখ। ছবি: সংগৃহীত
জামালপুরের সদর উপজেলা থেকে নেশা জাতীয় বুফ্রেনরফিন ইনজেকশনসহ মো.নওশাদ আলী শেখ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দুপুর ৩টার সময় জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো.নওশাদ আলী শেখ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকার মৃত নাজির উদ্দিনের ছেলে।
এ সময় তার কাছ থেকে ১ হাজার ২৮০টি নেশা জাতীয় বুফ্রেনরফি ইনজেকশন, সিমসহ ১টি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৮৮০টাকা ও ১টি হাত ঘড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় জামালপুর সদর থানায় মাদক দ্রব্যে আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।