দেশব্যাপী ডাকা অ্যাম্বুলেন্স ধর্মঘট থেকে সরে এসেছেন মালিকরা। ছবি একুশে বিডি।
দেশের ডেঙ্গু পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সড়কে পুলিশি হয়রানি হবে না এমন আশ্বাসে ধর্মঘট থেকে সরে এসেছেন দেশের অ্যাম্বুলেন্স মালিকরা।
সোমবার (২৪ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ধর্মঘট স্থগিতের কথা জানিয়ে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) আতিকুর রহমানের সঙ্গে তাদের ‘যথাযথ’ আলোচনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় আশ্বস্ত করা হয়েছে, নীতিমালা না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো অ্যাম্বুলেন্সকে ট্যাক্স-টোকেন ফিটনেস ও কাগজ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা-মোকদ্দমায় পড়তে হবে না। তাই ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।
এরআগে, রোববার (২৩ জুলাই) সমিতির দেয়া বিজ্ঞপ্তিতে দেশজুড়ে সোমবার দিবাগত রাত ১২টা থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট পালনের তথ্য জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি জানান অ্যাম্বুলেন্স মালিকরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে: অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেটকারের মতো বিআরটিএকে আয়কর (এটিআই) নেয়া বন্ধ করতে হবে; অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে; দেশের প্রতিটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে; রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল ও গ্যাস নেয়ার ব্যবস্থা করতে হবে এবং সড়কে হয়রানিমুক্ত ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে।
এদিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডেঙ্গু পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স ধর্মঘটের বিষয়টি মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি এ বিষয়ে বলেন, ‘কেন, কী কারণে তারা ধর্মঘট ডেকেছে সে বিষয়টি আমার জানা নেই। তবে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে, এখন ধর্মঘটের সময় নয়। এখন মানুষের সেবা, জীবন রক্ষা এবং চিকিৎসা সেবার প্রয়োজন। সেটি বন্ধ করে দিয়ে আমরা ধর্মঘটে চলে গেলাম, এটি সঠিকভাবে নিতে পারছি না।’
পরে অ্যাম্বুলেন্স মালিকদের নিয়ে রাত সাড়ে ৯টায় পুলিশ সদর দফতরে বৈঠক হয়।
অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর রহমান ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গু পরিস্থিতির কথা মাথায় রেখে ও পুলিশের আশ্বাসের পর ধর্মঘট স্থগিত করা হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কোনো কারণ ছাড়া সড়কে অ্যাম্বুলেন্স চালকদের হয়রানি করা হবে না, মামলা দেয়া হবে না- এমন আশ্বাসও মিলেছে। তাই বর্তমান পরিস্থিতিতে রোগীদের কথা বিবেচনায় নিয়ে ধর্মঘট আপাতত স্থগিত করছি।