দুই সহোদররের মরদেহ। ছবি একুশে বিডি।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্ত্বর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকাল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুর জেলা সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকার আদম আলীর ছেলে মাহাফুজুর রহমান (২৯) ও হামীম (১৪)।
পুলিশ জানায়, এক্সপ্রেসওয়ের গোলচত্ত্বর এলাকায় দাঁড়িয়ে দুভাই ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। এসময় ঢাকা গামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই হামীম মারা যান। হামীমের বড় ভাই মাহাফুজুরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর রহমান বলেন, গোলচত্ত্বর এলাকায় দুই সহোদর বাস চাপায় নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।