নারায়ণগঞ্জে বিচার-সালিশের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে মানিক ওরফে কালা মানিক (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে চাঁদমারি মাউরাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের।
নিহত মানিক ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি ২০১৮ সালের ফতুল্লার ইসদাইর এলাকার রুবেল নামে এক যুবক হত্যা মামলার অন্যতম আসামি বলে থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে।
স্থানীয়রা জানান, চোরাই অটোরিকশা বেচাকেনার ব্যবসা নিয়ে মাউরাপট্টি এলাকার সন্ত্রাসী শরিফের সঙ্গে মানিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই শরিফ ও তার সহযোগীরা মানিককে কুপিয়ে হত্যা করেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া সময় সংবাদকে বলেন, ‘বিচার-সালিশের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মানিককে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।