টেক্সাসে গোলাগুলির পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: সংগৃহীত
একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না গোলাগুলি। প্রতিদিনই কোনো না কোনো অঙ্গরাজ্যে ঘটছে সহিংসতা। প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) রাতে টেক্সাসের একটি নৈশক্লাবে কথা কাটাকাটির একপর্যায়ে গুলি চালায় এক বন্দুকধারী। এ ঘটনায় পথচারীসহ অন্তত পাঁচ জন আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ।
গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে হিউস্টনের একটি নৈশক্লাবের বাইরে সামান্য বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দুই ব্যক্তি। এতে ক্ষিপ্ত হয়ে একজন এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পুলিশ আসার আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।
তবে, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তারক্ষা বাহিনী।
এদিকে অরেগন অঙ্গরাজ্যেও ঘটেছে বন্দুক হামলা। পুলিশ জানায়, অঙ্গরাজ্যটির পোর্টল্যান্ড হাসপাতালে নিরাপত্তাকর্মীকে লক্ষ্য করে চালানো বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া, আহত হন আরেক নিরাপত্তাকর্মী।
এর পরপরই অভিযান চালিয়ে পোর্টল্যান্ড থেকে ২৪ কিলোমিটার পূর্বে অস্ত্রধারীকে গুলি করে হত্যা করে পুলিশ। এ হামলার কারণ এখনো জানা যায়নি। তবে, তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।