র্যাবের হাতে গ্রেফতার মিজান ওরফে ফয়সাল। ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাজাপুর থেকে তাকে গ্রেফতার করে। মিজান নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। র্যাব-৮ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঝালকাঠি সদর থানায় আসামি মিজানকে থানা হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে ঝালকাঠি মালিক সমিতির বাশার স্মৃতি পরিবহন নামের বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসার পথে ঝালকাঠি সদরের ছাত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে উল্টে যায়। এতে ১৭ যাত্রী নিহত ও ৩৮ যাত্রী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করে।
ঘটনার পর থেকে আহত বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে আসছেন, অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে আসছিলো এ বাসটি। গাড়ি চালানোর সময় চালক ফোনে কথা বলছিলেন বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।