কালশীর আদর্শ নগরে উত্তেজিত এলাকাবাসী। ছবি একুশে বিডি।
রাজধানীর কালশীর আদর্শ নগরে পল্লবী থানার দুই এসআইয়ের (উপপরিদর্শক) বিরুদ্ধে বৈশাখী (১৭) নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে আদর্শ নগর পুলিশ বক্সে হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ও একটি পুলশ ভ্যান ভাঙচুর করেন।
অভিযুক্ত দুই এসআই হলেন: জহিরুল ও ফেরদৌস।
খবর পেয়ে মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা এবং পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মিয়ার নেতৃত্বে কালশী এলাকায় বহুসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিসি জসিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই নারীর ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে অভিযুক্ত দুই সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বৈশাখীর মা বলেন, ‘পুলিশের এই দুই সদস্য বিভিন্ন অভিযানে জব্দ হওয়া মাদকদ্রব্য বিক্রির জন্য আমার মেয়েকে চাপ দিত। আগেও তাদের মাদক বিক্রি করে দিয়েছে। এবার মেয়ে রাজি না হওয়ায় আমাকে মারধর করেছে। মেয়েকে শ্বাসরোধ মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’