এস এম নাজিয়া সুলতানা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এস এম নাজিয়া সুলতানা নামে এক সিনিয়র সহকারী সচিব মারা গেছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাজিয়া সুলতানা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছিলেন। দুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এদিকে, ৩০তম বিসিএস’র এই কর্মকর্তার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, নাজিয়া অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তার অকালমৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।
উল্লেখ্য, চলতি বছর ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ২৭০ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৬২২ জন। মারা গেছেন ১৮৫ জন।