নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি একুশে বিডি।
ঢাকায় বিএনপির মহাসমাবেশে দল-মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, বাকশাশি মাস্টারপ্ল্যান বিচূর্ণ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে। জনগণের একটাই দাবি: সরকারের পদত্যাগ। সব রাজনৈতিক দল মনে করে, শেখ হাসিনার অধীন কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ওবায়দুল কাদেরের বক্তব্যকে পরিকল্পিত মিথ্যাচার উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের মন্ত্রী হয়ে মিথ্যা কথা বলে দিলেন তিনি। বর্তমান সরকারের দুরভিসন্ধি রয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন হলে দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।
রিজভী বলেন, ষড়যন্ত্রের বিষাক্ত নীলনকশা নিয়ে হাঁটছে আওয়ামী লীগ। রাষ্ট্রযন্ত্রকে কবজায় নিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে যখন যা খুশি বলে যাচ্ছে সরকার। সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সরকারের এ চেষ্টা সফল হবে না।
জনগণ মহাসমাবেশে আসবে সংকট উত্তোরণের বক্তব্য শুনবে। পুলিশি হুমকি দিয়ে লাভ নেই। পুলিশ গায়েবি মামলা দেয়, হুমকি দিয়ে আদালতে সাক্ষী উপস্থাপন করে। পুলিশ সরকারের এজেন্ডা অনুযায়ী কাজ করে গেলেও মহাসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতির কোনো ব্যত্যয় হবে না।
তিনি বলেন, এ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের হামলায় চার হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছে। মে মাসের ১৯ তারিখের পর দুজন নিহত হয়েছে। ৩২০টি মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৩৯০ জন নেতাকর্মীকে।