চাঁপাইনবাবগঞ্জের একটি পুকুর থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা লিলিখিলি এলাকার একটি পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, পুকুর মালিক ও পুলিশ সূত্রে জানা যায়, পলশা গ্রামের শহিদুল ইসলামের পুকুরের উত্তর-পশ্চিম দিকের এক কোনে একটি সাদা বস্তা ভাসতে দেখে স্থানীয়রা। পরে কাছে গিয়ে বস্তা থেকে বেরিয়ে থাকা হাত-পা দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
পুকুর মালিক শহিদুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, স্থানীয় বাসিন্দারা বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে ও লোকালয় থেকে দূরে হওয়ায় রাতের অন্ধকারে কেউ হয়ত হত্যা করে বস্তায় ভরে মরদেহ ফেলে গেছে। স্থানীয়রা কেউই মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি দল উপস্থিত হয়েছে। পরিচয় শনাক্ত করতে মরদেহের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।