পুলিশের উপস্থিতিতে বিটু চাকমাকে টাকার ব্যাগ ফেরত দিচ্ছেন অটোরিকশা চালক শাহরিয়ার খান। ছবি একুশে বিডি।
সততার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন খাগড়াছড়ির অটোরিকশা চালক শাহরিয়ার খান ওরফে উল্লাস। যাত্রীর রেখে যাওয়া ৮ লাখ টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন তিনি। তার অটোরিকশায় এক যাত্রী টাকার ব্যাগটি ভুলে রেখে চলে যান। যাত্রী নামানোর ৪০ মিনিটি পর গাড়িতে থাকা ব্যাগটি খেয়াল করেন; ব্যাগটি খুলে দেখেন ভেতরে সব টাকার বান্ডিল। পরে যাত্রীকে ব্যাগটি ফেরত দেন চালক শাহরিয়ার।
বুধবার (২৬ জুলাই) দুপুরে খাগড়াছড়িতে এ ঘটনা ঘটেছে। টাকা ফেরত দেওয়া ওই অটোচালক জেলা শহরের শব্দ মিয়া পাড়ার বাসিন্দা। ব্যাগভর্তি টাকার মালিক বিটু চাকমার। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। তার বাড়ি রাঙামাটিতে।
অটোরিকশা চালক শাহরিয়ার খান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির নারকেল বাগান এলাকা থেকে বিটু চাকমা গাড়িতে ওঠেন। দীঘিনালা স্টেশনে ওই যাত্রীকে নামিয়ে দেই। পরে খাগড়াছড়ি বাজারে চলে যাই। সেখানে ব্যাগটি নজরে আসে। এসময় কৌতুহলবশত ব্যাগটি খুলে টাকাগুলো দেখতে পাই। এরপর ব্যাগের মালিকের খোঁজে আবারও ন্যান্সি বাজার স্টেশনে ছুটে যাই। সেখানে ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করি। দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যাগের বিষয়টি জানানো হলে তারা বিটু চাকমার সন্ধান দেন। টাকা ভর্তি ব্যাগটি ফেরত দিতে পেরে আমি খুশি।’
টাকা পেয়ে বিটু চাকমা বলেন, ‘চট্টগ্রাম থেকে বাঘাইছড়িতে ফিরছিলাম। বাড়ি করার জন্য সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) থেকে ঋণ করে টাকাগুলো নিয়েছি। অটোরিকশা থেকে নামার পরই খেয়াল করি ব্যাগটি ফেলে এসেছি। এসময় স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানাই। তারা খাগড়াছড়ি সদর থানায় যাওয়ার পরামর্শ দেন। থানায় গিয়ে কিছুক্ষণ অবস্থান করার পর খবর আসে, অটোরিকশা চালক তাকে খুঁজছেন। শাহরিয়ারের সততা ভুলতে পারবো না। এক কাপ চাও তাকে খাওয়াতে পারেনি। এসময়ে আক্ষেপ করে বলেন, টাকাগুলো না পেলে শেষ বয়সে বাড়ি করা হতো না।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অটোরিকশা চালক শাহরিয়ারের সততা খুবই প্রশংসনীয়। তার দৃষ্টান্ত অন্যদের জন্য অনুকরণীয়।