দাঁতের ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি সংগৃহীত।
যোগ্যতা না থাকা সত্ত্বেও নামের আগে ডেন্টিস্ট ব্যবহার করে দাঁতের চিকিৎসা করার অভিযোগে খুলনায় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে স্কলার ডেন্টাল কেয়ার নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে এ জরিমানা করা হয়।
প্রায় পাঁচমাস ধরে নগরীর নিরালা মোড় এলাকায় স্কলার ডেন্টাল কেয়ারে দাঁতের রুট ক্যানেল, ক্যাপ-ব্রিজ করানোসহ দাঁতের বিভিন্ন চিকিৎসা করাতেন রাজেশ কুমার ঢালী। বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজের ভিজিটিং কার্ডে নামের আগে ব্যবহার করতেন ডেন্টিস্ট পদবী। অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে সিভিল সার্জন অফিসের সহায়তায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে রাজেশ কুমার ঢালীকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে এসে দেখতে পেয়েছি যিনি এখানে দাঁতের চিকিৎসা করছেন, তার আসলে এ ধরনের চিকিৎসা করার যোগ্যতা নেই। বিডিএস বা বিএমডিসির যে রেজিস্ট্রেশন থাকা উচিৎ সেই রেজিস্ট্রেশনও তার নেই। উনি যে ডিগ্রিগুলো নিয়েছেন, ডিপ্লোমা বা টেকনিক্যাল ডিগ্রিগুলো যা ওনার আছে সে অনুযায়ী উনি নামের আগে ডেন্টিস্ট ব্যবহার করতে পারেন না।
খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন বলেন, অভিযুক্ত রাজেশ কুমার ঢালী নামের আগে ডেন্টিস্ট শব্দটি ব্যবহার করছেন, যেটি বিএমডিসি আইন ২০১০ এর ২৯ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এজন্য তাকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করেছি।
রাজেশ কুমার ঢালী নিজের অপরাধ স্বীকার করে বলেন, নামের আগে ডেন্টিস্ট শব্দ ব্যবহার করে আমি ভুল করেছি। রুট ক্যানেলসহ অন্যান্য চিকিৎসা করতে না পারার বিষয়টি আমার জানা ছিল না।