ক্যারিয়ারে প্রথমবার ডাবল সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক। ছবি: সংগৃহীত
আবদুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরি ও আগা সালমানের সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল লিড পেয়েছে পাকিস্তান। কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে ৫ উইকেটে বাবর আজমদের সংগ্রহ ৫৬৩ রান। লঙ্কানদের চেয়ে তারা এগিয়ে ৩৯৭ রানে। প্রথম ইনিংসে স্বাগতিকরা করেছিল ১৬৬ রান।
২ উইকেটে ১৭৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। উইকেটে ছিলেন ওপেনার শফিক ও বাবর আজম। দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন শফিক। বাবর আজম আউট হন ব্যক্তিগত ৩৯ রানে। মাঝে সৌদ শাকিল ৫৭ ও রিটায়ার্ড হার্ট হওয়া সরফরাজ আহমেদ মাঠ ছাড়েন ১৪ রানে।
এরপর ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন শফিক। ২০০ করতে ৩২২ বলে ১৯টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। টেস্ট ক্যারিয়ারে এটা তার প্রথম ডাবল সেঞ্চুরি। ৪ হাফসেঞ্চুরির পাশাপাশি ৪টি সেঞ্চুরিও করেছেন এ ওপেনার। শেষ পর্যন্ত ২০১ রানে প্রবাথ জয়াসুরিয়ার বলে থামে তার ইনিংস।
বড় লিডের পথে হাঁটতে থাকা পাকিস্তান সংগ্রহ আরও বাড়িয়ে নেয় আগা সালমানের সেঞ্চুরির সুবাদে। ১২৩ বলে তিন অংকের ঘরে পৌঁছেন তিনি। ১৩২ রান করে তৃতীয় দিন শেষ করেছেন এ ব্যাটার। ৩৭ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান।
প্রথম ইনিংসে ধনঞ্জয়া ডি সিলভার হাফসেঞ্চুরিতে কোনোমতে ১৬৬ রান করে শ্রীলঙ্কা। ডি সিলভা করেন সর্বোচ্চ ৫৭ রান। বাকিদের মধ্যে আর কেউই ত্রিশের ঘর পার হতে পারেননি। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন আবরার আহমেদ। নাসিম শাহ ৩টি ও শাহিন শাহ আফ্রিদি একটি উইকেট পান।