বাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা। ছবি একুশে বিডি।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
সভা শেষে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আগামী ৭ সেপ্টেম্বর দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শহরের শিমরাইলকান্দি শশ্মান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত পুরো নদী জুড়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৌকা বাইচকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বহুজাতিক কোম্পানি নৌকা বাইচকে স্পন্সর করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বিগত বছরের ন্যায় এবারও সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাহগীর আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাসসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।