মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি: সংগৃহীত
মাশরাফী বিন মোর্ত্তজাকে বাংলাদেশ দলের মেন্টর করার দাবি দীর্ঘদিনের। অনেকের বিশ্বাস, বিশ্বকাপে দলের সঙ্গে তিনি মেন্টর হিসেবে থাকলে দল মানসিকভাবে আরও শক্তিশালী হবে। তবে বাংলাদেশ দলের আদৌ কোনো মেন্টর দরকার আছে কি না তা নিয়েই প্রশ্ন করলেন ম্যাশ।
তামিম ইকবাল যেদিন অবসর ভাঙেন, সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সেদিন তামিম প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন, মাশরাফী যেন বাংলাদেশ দলের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে যান মেন্টর হিসেবে। প্রধানমন্ত্রী তখন বিষয়টিকে সায় দিলেও পরবর্তীতে ক্রিকেট বোর্ড তা নিয়ে তেমন কোনো কিছু জানায়নি।
তবে এবার সেই মেন্টরের বিষয়ে মুখ খুললেন মাশরাফী নিজেই। বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমে মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বলেন, ‘মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো… অন্য জিনিস। মেন্টরের কাজটা আসলে কী? দলের প্রয়োজনে সেরকম পরিস্থিতি এলে, তখন বলা যাবে।’
মাশরাফী আরও বলেন, ‘এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।’
বিশ্বকাপের দুই মাস আগে তামিমকে নিয়ে দুশ্চিন্তা দেখা দিলেও বিসিবি জানিয়েছে, ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তামিমই দলকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কের বর্তমান অবস্থা দেখে মাশরাফী অবশ্য মনে করছেন, চোটের কারণেই নিয়মিত পারফর্ম করতে সমস্যা হচ্ছে তামিমের।
মাশরাফী বলেন, ‘এখন যে জিনিসটা হচ্ছে, ওর ইনজুরি ওকে ভোগাচ্ছে। ও পারফর্ম করছে না, কেন করছে না? তার কারণ হচ্ছে ইনজুরি। তাহলে কী করা উচিত? ওর ইনজুরিটা ঠিক করে আসা উচিত। ওই যে বললাম, ডুয়িং দ্য রাইট থিংস। ওর এখন উচিত ইনজুরি নিয়ে চিন্তা করা। ফিট হয়ে আসলে আমি নিশ্চিত ও অটোমেটিক রান করবে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।’