সান্তাহারে ৩ দিন ধরে আটকে থাকা চালের ট্রাক। ছবি একুশে বিডি।
নওগাঁর সান্তাহারে ৩ দিন ধরে আটকে আছে পচা ও নিম্নমানের ৯ ট্রাক চাল। এতে বিপাকে পড়েছেন ট্রাকচালক ও খাদ্য কর্মকর্তারা।
মঙ্গলবার (২৫ জুলাই) থেকে ৯টি ট্রাকের চাল খালাস না হওয়ায় কেন্দ্রীয় খাদ্য অফিসের সামনে পড়ে আছে ট্রাকগুলো।
জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা খাদ্য গুদাম থেকে ১৮০ মেট্রিকটন চাল নিয়ে সান্তাহার কেন্দ্রীয় খাদ্য অফিসে আসে ১১টি ট্রাক। চালানটি বুঝে নিতে গিয়ে কর্তৃপক্ষ দেখে উপজেলা খাদ্য গুদাম থেকে আসা চাল পচা ও নিম্নমানের। এতে আটকে দেয়া হয় খালাস কার্যক্রম।
সান্তাহার (সিএসডি) খাদ্য নিয়ন্ত্রক মো.হারুন অর রশীদ বলেন, ‘আমরা একটা কমিটি করেছি । সেই কমিটি তদন্ত করে দেখতে পেয়েছে এসব চাল নিম্নমানের, তাই ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’
বিষয়টি নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ জানান, তাকে কিছু এখনো জানানো হয়নি।