বল নিয়ে আক্রমণে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: টুইটার থেকে নেয়া
পিএসজির পর ইন্টার মিলানের সঙ্গেও ড্র করলো আল-নাসর। এর মাধ্যমে প্রাক মৌসুম প্রস্তুতি হিসেবে এশিয়ান ট্যুর শেষ হলো সৌদি ক্লাবটির। এগিয়ে থেকেও প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম করে ইতালিয়ান জায়ান্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পরেও সবশেষ মৌসুমটা শিরোপাহীন কাটাতে হয়েছিল আল-নাসরকে। নতুন মৌসুমের আগে তাই বেশ নড়েচড়ে বসেছে সৌদি ক্লাবটি।
ট্রান্সফার মার্কেটের পাশাপাশি প্রি সিজনেও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের লক্ষ্য দলটির। তাই তো এশিয়ান ট্যুরে পিএসজি-ইন্টার মিলানের মতো শক্তিশালী ইউরোপিয়ান ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের বাজিয়ে নিচ্ছে রোনালদোর দল।
এই দুই জায়ান্টের বিপক্ষে পাশ মার্কই পেল আল-নাসর। দিন দুয়েক আগে প্রথম ম্যাচে পিএসজিকে রুখে দিয়ে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট ইন্টারকে নিজেদের জাত চেনালো।
ওসাকা স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটেই ইতালিয়ান জায়ান্টদের ভড়কে দিয়েছিল রোনালদোর দল। আব্দুল রহমান ঘারিবের গোলে ১-০ তে এগিয়ে যায় হলুদ শিবির। তবে ৪৪ মিনিটে ম্যাচে ফেরে ইন্টার মিলান। ডামফ্রাইসের অ্যাসিস্টে ইতালিয়ান জায়ান্টদের অঘটনের হাত থেকে বাঁচান ডেভিড ফ্র্যাত্তেসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠ থেকে তুলে নেয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইন্টার মিলানও আনে বেশ কয়েকটি পরিবর্তন। তবে একের পর এক গোল মিসের মহড়ায় সৌদি ক্লাবটিকে হারাতে পারেনি নেরাজ্জুরিরা। সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এই ম্যাচের মাধ্যমে অপরাজিত থেকেই এশিয়ান ট্যুর শেষ করল আল-নাসর। অন্যদিকে, শেষ ম্যাচে পিএসজির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান। টোকিওতে দুই দলের লড়াই আগামী মঙ্গলবার।