ইয়ামিলা রদ্রিগেজ। ছবি: দ্য মিরর
ফিফা নারী বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা হেরেছে ইতালির বিপক্ষে। এবার লড়াইটা বাঁচা-মরার। রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে টিকে থাকতে হলে রুখে দিতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
শুক্রবার (২৮ জুলাই) নিউজিল্যান্ডের ডানেডিনে বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
ফুটবলে আর্জেন্টিনা পুরুষ দল যতটা সমৃদ্ধ, নারী দল ততটাই জীর্ণশীর্ণ। গত কাতার বিশ্বকাপে লিওনেল মেসিরা দেশকে এনে দিয়েছিল তৃতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা। অথচ নারীরা ৩২ বছরের ইতিহাসে এ নিয়ে চতুর্থ বারের মতো মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করল। আগের তিন আসরে তারা গ্রুপ পর্বের বাধাটাও টপকাতে পারেনি।
এবারও শুরুটা আশানুরূপ হয়নি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তারা ইতালির বিপক্ষে হেরেছে ১-০ গোলে। তাতে ‘জি’ গ্রুপের তলানিতে অবস্থান করছে তারা। নারীদের ফিফা র্যাঙ্কিংয়ের হিসেবে ইতালি অবশ্য আর্জেন্টিনার তুলনায় এগিয়ে। তবে তাদের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা তুলনামূলকভাবে দুর্বল। ইয়ামিলা রদ্রিগেজদের তুলনায় আফ্রিকান মেয়েরা পিছিয়ে ২৬ ধাপ। আর্জেন্টিনার অবস্থান ২৮তম আর আফ্রিকার ৫৪তম।
এ ম্যাচ জিততে পারলে সুপার সিক্সটিনের দৌড়ে টিকে থাকবে ইয়ামিলারা। আর হারলে তাদের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসেছে নারীদের এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের অংশগ্রহণে ২০ জুলাই শুরু হওয়া এ আসরের পর্দা নামবে আগামী ২০ আগস্ট।