বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (ফাইল ছবি)
নেতাকর্মীদের সব বাঁধা অতিক্রম করে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাতে এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে সরকারের এজেন্ডা বাস্তবায়ন হয়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন তিনি।
এ্যানি বলেন, মহাসমাবেশ শান্তি পূর্ণ হবে। কঠিন কর্মসূচি দেয়া হবে এবং সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাতে এমন কোন পরিস্থিতি তৈরি করবেন না, যাতে সরকারের এজেন্ডা বাস্তবায়ন হয়।
নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন অ্যানি। বলেন, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। কাজেই আগামীকাল আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কথা বলতে চাই না।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থল থেকে জানান, সাড়ে দশটার দিকেও সেখানে নেতাকর্মীদের ভিড় ছিলো। তবে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাই তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছেন। প্যান্ডেলের কাজ চলছে, ফলে অল্প সংখ্যক নেতাকর্মী এখনো সেখানে আছেন।