রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে অভ্যুত্থানের ঘোষণা দিচ্ছে নাইজারের সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের দাবি করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে নিজেরাই এ ঘোষণা দিয়েছে তারা। এছাড়া দেশব্যাপী রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের ঘোষণা দিয়ে নাইজারের সেনাবাহিনী দেশটির সীমান্ত বন্ধ করে দিয়েছে। ভেঙে দেয়া হয়েছে সংবিধানও।
বুধবার (২৬ জুলাই) সকাল থেকে প্রেসিডেন্ট গার্ডের সৈন্যরা নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে আটক করে রেখেছে বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
এদিন টিভিতে অভ্যুত্থানের ঘোষণা দিয়ে নাইজার সেনাবাহিনীর কর্ণেল মেজর আমাদু আবদ্রামানে বলেন,
আমরা দেশের চলমান শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং দুর্বল অর্থনীতি ও সামাজিক সুশাসনের অভাবের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় তাদের কর্মকাণ্ডে বিদেশিদের হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থল ও আকাশ সীমান্ত বন্ধ রাখা এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলেও জানানো হয়।
এ ঘোষণার পরপরই বুধবার রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে মুক্তির দাবি জানান তারা।
এদিকে এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিম আফ্রিকার প্রধান আঞ্চলিক ও অর্থনৈতিক জোট ইকোয়াস। এছাড়াও অভ্যুত্থানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ ঘটনায় জড়িত বিশ্বাসঘাতক সেনাদের অবিলম্বে এ কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন।