উখিয়া ক্যাম্পে প্রথমবারের মতো নারী সমাবেশে বক্তব্য রাখছেন এক রোহিঙ্গা নারী। ছবি একুশে বিডি।
প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে প্রথমবারের মতো সমাবেশ করেছেন রোহিঙ্গা নারীরা। বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এটিই রোহিঙ্গা নারীদের প্রথম সমাবেশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পের খোলা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ৩৩টি ক্যাম্পের প্রায় দুই হাজার রোহিঙ্গা নারী অংশ নেন। আশ্রয়শিবিরগুলোয় বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছেন ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। কিন্তু দীর্ঘ ছয় বছরেও কোন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।
‘রিইন্ট্রোডিউসিং উইম্যানস লিডারশিপ’ শিরোনামে নারী সমাবেশের আয়োজন করে এফডিএমএন রিপ্রেজেন্টেটিভ কমিটি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরাতে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
রোহিঙ্গা নারীদের এই সমাবেশ সময়োপযোগী দাবি করে মিজানুর রহমান বলেন, ‘বিশ্বায়নের এই সময়ে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও আজ রোহিঙ্গা নারীরা প্রচলিত প্রথা ভেঙে এখানে জড়ো হয়েছেন। এটি সত্যিই প্রশংসার যোগ্য। নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে রোহিঙ্গা নারী-পুরুষেরা ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকলে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্ভব হবে।’
সমাবেশে বক্তব্যে দেন উখিয়ার তানজিমারখোলা আশ্রয়শিবিরের রোহিঙ্গা নারী রশিদা খাতুন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের আশ্রয় দিয়েছেন, মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। কিন্তু আমরা এমন আশ্রিত জীবন চাই না, ফিরতে চাই নিজেদের প্রিয় জন্মভূমিতে।’
সমাবেশের আয়োজক এফডিএমএন রিপ্রেজেন্টেটিভ কমিটির নেতা মোহাম্মদ সৈয়দ উল্লাহ বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ৫০ শতাংশই নারী, তাদের অংশগ্রহণ প্রত্যাবাসন কর্মসূচিতে ইতিবাচক ভূমিকা রাখবে।