সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৪টি স্বর্ণের বার জব্দ। ছবি একুশে বিডি।
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মো. আসলাম হোসেন (৫২) নামে এক ব্যক্তির মোজার ভেতর থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় ওই ব্যক্তিকেও আটক করা হয়।
বুধবার (২৬ জুলাই) বিকালে উপজেলার ভাদিয়ালি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা ওই স্বর্ণের দাম অনুমানিক ৪০ লাখ টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) আটক ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আটক মো. আসলাম হোসেন কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের সামছুল হকের ছেলে।
জানা গেছে, বুধবার বিকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সামছুল হক নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এরপর আসলামের শরীর তল্লাশি করে মোজার ভেতর থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করে পুলিশ। জব্দ করা ওই স্বর্ণের দাম অনুমানিক ৪০ লাখ টাকা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ওই ব্যক্তিকে আটক করে তার মোজার ভেতর থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয়। আসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।