ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফী। সংগৃহীত ছবি
‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফী। এবার তার ভাবনায় ভাসছে আকাশ ছোঁয়ার।
নিজের ভেরিফায়েড ফেসবুকে আকাশে মেঘের মাঝে উড়ে যাওয়া বিমানের একটি ছবি পোস্ট করে রাফী লিখেছেন, ‘এবার আরও বড় ক্যানভাস। আকাশের মতো… নেক্সট ফিল্ম! ইনশাআল্লাহ, দারুণ কিছু হবে।’
এ ছাড়া আগামী সিনেমার নাম নিয়ে যাতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সে কারণে নিচে আরেক লাইনে লেখেন, ‘ফিল্মের নাম নেক্সট নয়।’
তবে নির্মাতার পরবর্তী সিনেমার গল্প বা শিল্পীদের নাম নিয়ে কোনো তথ্য দেননি।
‘পোড়ামন ২’ থেকে শুরু করে ‘সুড়ঙ্গ’। এর মাঝে আরও তিনটি সিনেমা তৈরি করেছেন এ নির্মাতা। ‘দহন’, ‘পরাণ’ ও ‘দামাল’। মোট ৫টি ছবিই দর্শক টেনেছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে ‘পরাণ’ ও ‘সুড়ঙ্গ’ ছিল ব্লকবাস্টার সিনেমা।
নির্মাতা রাফী সংবাদমাধ্যমকে জানান, এটি তার নতুন ছবির ঘোষণা। তবে সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের নাম এখনই বলতে চান না।
তিনি আরও বলেন, অনেক বড় পরিসরে কাজ হবে এই সিনেমার। প্রায় ৫০ ভাগ শুটিং হবে বিমানে, আকাশে। শুধু এতটুকু বলতে চাই, ‘সুড়ঙ্গ’ ছিল মাটির নিচের গল্প, আর এটি হবে আকাশের গল্প। কাজটি করতে হবে অনেক চ্যালেঞ্জ নিয়ে। খুব দ্রুতই অফিশিয়ালি সবাইকে সিনেমার বিস্তারিত সম্পর্কে জানাব।