নৌকাডুবির প্রতীকী ছবি
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি হ্রদে নৌকা ডুবে ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়াও এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ফিলিপাইন কোস্টগার্ডের (পিসিজি) বরাত দিয়ে ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা নেইল ফেরার স্থানীয় ডিজেডআরএইচ রেডিওকে জানান, নৌকাডুবির ঘটনায় ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, এমবিসিএ প্রিন্সেস আয়া নামক নৌকাটি বিনাঙ্গোনানের বারংয়ে কালিনাওয়ান থেকে প্রায় ৫০ গজ দূরে ডুবে যায়।
পিসিজি জানিয়েছে, নৌকাটি ভূমি থেকে ৪৫ মিটার (১৪৭ ফুট) দূরে থাকা অবস্থায় ঝড়ো বাতাসের কবলে পড়ে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে নৌকাটির একপাশে সরে যায়। মূলত এ কারণেই নৌকাটি ডুবে যায়।
ফিলিপাইন নিউজ এজেন্সি জানিয়েছে, নৌকাডুবিতে মৃত ও উদ্ধারকৃতদের সংখ্যা এখনও সুনির্দিষ্ট না। এখনও ওই এলাকায় উদ্ধার অভিযান চলছে।