তারকাদের আড্ডা থেকে বুবলীকে নিয়ে চলে যাচ্ছেন ফেরদৌস। ছবি: সংগৃহীত
সম্প্রতি ‘প্রহেলিকা’ সিনেমাকে কেন্দ্র করে বসেছিল তারকাদের আড্ডার আসর। আর হঠাৎই নায়ক ফেরদৌস চিত্রনায়িকা বুবলীকে নিয়ে আড্ডার আসর ছেড়ে চলে যান।
তারকাদের ওই আড্ডায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ, ফরিদুর রেজা সাগর, শবনম বুবলী, চয়নিকা চৌধুরী, হৃদি হক ও শাহরিয়ার নাজিম জয়।
আড্ডায় জনপ্রিয় তারকারা। ছবি: সংগৃহীত
জনপ্রিয় এ তারকারা তাদের কথোপকথনে মেতেছিলেন দুষ্টু-মিষ্টি খুনসুটিতে। আড্ডা চলছিল পরিচালক চয়নিকার ‘প্রহেলিকা’ এবং পরিচালক হৃদির ‘১৯৭২-এর সেই সব দিন’ নিয়ে।
আড্ডার একপর্যায়ে যুক্ত হন রহমান ভাই। তিনি দর্শকদের জানান, ফেরদৌসকে নিয়ে এক চমক দেয়া তথ্য। তিনি বলেন, ফেরদৌসের একটি ছবি আছে। নাম ‘এই সেই কৃষ্ণচূড়া’ রিলিজ হয়নি।
তখন দুষ্টুমি করে ফেরদৌস বলেন, রিলিজ হয়নি কারণ রহমান ভাই নায়িকা আর সিনেমার ফুটেজ হারিয়ে ফেলেছেন।
আড্ডায় তারকাদের বয়স আর অভিনয় নিয়েও কথা ওঠে। ওই সময় চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ জানান, অভিনয়শিল্পীদের কখনও বয়স বাড়ে না, আর তাই তাদের অভিনয়ের সেকেন্ড ইনিংস বলে কিছু নেই।
আড্ডায় হঠাৎ জয় নায়কদের খোঁচা দিয়ে বলেন, অভিনয়ের বিরতি নিলে কি ছন্দপতন ঘটে। এরপরই তারকারা তাদের কথায় নানা খুনসুটি শুরু করেন। হৃদির নতুন সিনেমা ‘১৯৭২-এর সেই সব দিন’-এর কাজ নিয়ে শুভকামনা জানানো হয়।
আড্ডায় হৃদি হকও প্রশংসার বন্যায় ভাসিয়ে দেন চয়নিকার সিনেমা ‘প্রহেলিকা’র। এরপরই তারকা আড্ডায় ইস্তফা টেনে ফেরদৌস বলতে শুরু করেন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর তখনই ফেরদৌস আড্ডা থেকে চলে যান। আর চলে যাওয়ার সময় তিনি নায়িকা বুবলীকে তার সঙ্গে করে নিয়ে যান।