আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সমাবেশে বৃষ্টির বাগড়া। ছবি একুশে বিডি।
সকাল থেকেই রোদ আর মেঘের খেলা চলছিলো। তবে দুপুর গড়াতেই শুরু হয় বৃষ্টি। বেলা ৩টা নাগাদ মুশলধারে বর্ষণ শুরু হয় দুই দলের সমাবেশ এলাকায়। একারণে সমাবেশ পণ্ড হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আওয়ামী লীগের সমাবেশস্থলে বৃষ্টি। ছবি:
তবে মূল স্টেজে এখনো চলছে স্লোগান। বৃষ্টির মধ্যেই সমাবেশ করার ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা। তারা বলছেন, ঝড়, বৃষ্টি যাই হোক, তারা সমাবেশ সফল করবেন।
এর আগে হাজার হাজারো কর্মী সমর্থকের ঢল নামে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। শান্তি সমাবেশে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জিরো পয়েন্টকে কেন্দ্র করে আশপাশে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
দলে দলে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হন নেতাকর্মীরা। ছবি
এদিকে আবহাওয়া অফিসের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার কথা ছিলো।
এর আগে কয়েকদিনের নানা নাটকীয়তার পর অবশেষে পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পায় দুই পক্ষ। নয়াপল্টনে মহাসমাবেশ করেছে বিএনপি। সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে বেলা ২টার পর শুরু হয় তাদের মহাসমাবেশ। এতে যোগ দিতে আসা নেতাকর্মীরা বলছেন, এই সরকারকে না হটানো পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।