চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ফাইল ছবি)
সংবিধানের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্বাচন করতে চায়, তা আমরা অবৈধ ঘোষণা করলাম বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শুক্রবার (২৮ জুলাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন তিনি।
চরমোনাই পীর বলেন, ‘আমরা জালেমদের অত্যাচারে অতিষ্ঠ। বর্তমান সরকার অরাজকতা, ভাঙচুর করে লগি-বৈঠা দিয়ে মানুষ মেরেছিল। তারা আমাদের বাকস্বাধীনতা হরণ করেছে।’
তিনি বলেন, ‘ধোঁকাবাজির নির্বাচন, অবৈধ সরকারের অধীনে আর কোনো দিনই হতে পারে না। যদি এরপরও বর্তমান সরকারের চিন্তার পরিবর্তন না হয়, তাহলে আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে নাই। সেদিন বেশি দূরে নয়, যেদিন এই যুবকরাই রাজপথে আওয়াজ তুলবে।’
বর্তমান সরকারের অধীনে যারা নির্বাচন না করার সংগ্রামে রাজপথে নেমেছেন বিএনপিসহ সকলকেও স্বাগত জানান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।