শিল্পের বিকাশ এবং শক্তিশালী আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সুবিধা প্রদানের জন্য কানো-বিএসটিওএম কোয়ালিটি অ্যাওয়ার্ড (কেবিকিউএ) চালু করছে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম)।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা কনফারেন্স হলে এই অ্যাওয়ার্ড লঞ্চিং অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত কোয়ালিটিগুরু, ভোক্তা তুষ্টি মডেলের (কানো মডেল) প্রবক্তা ড. নোরিয়াকি কানো। প্রাতিষ্ঠানিক উন্নয়নে কোয়ালিটি অ্যাওয়ার্ডের প্রভাব নিয়ে বক্তব্য দেবেন তিনি।
আয়োজকরা জানান, শিল্পের বিকাশ এবং শক্তিশালী আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সুবিধা প্রদানের জন্য বিএসটিওএম প্রফেসর ড. নোরিয়াকি কানোর সঙ্গে অংশীদারিত্বে এই অ্যাওয়ার্ড চালু করছে। বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সুবিধার জন্য বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য এই অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বাণিজ্যমন্ত্রী ছাড়াও বিএসটিকিউএম-এর উপদেষ্টা এবং কেবিকিউএ জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এএমএম খায়রুল বাশার কেবিকিউএ-র ওপর একটি সংক্ষিপ্ত রূপরেখা উপস্থাপন করবেন।