সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারকসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি সংগৃহীত।
বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি করেছিলো। সেই ক্ষমতা আজ জনগণের হাতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টায় সুপ্রিম কোর্টে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারকসৌধ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতিল করে সুপ্রিমকোর্ট অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করেছে। আর কেউ বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারবে না।
বৈশ্বিক সঙ্কটের কারণে বর্তমানে রিজার্ভ ও অর্থনীতিতে চাপ থাকলেও আমরা এই সঙ্কট কাটিয়ে উঠবো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। উন্নয়নের এ অগ্রযাত্রা কেউ বন্ধ করতে পারবে না।
শেখ হাসিনা বলেন, ‘বাবা-মাসহ পরিবারের ১৮ জনকে একদিনে হারিয়েছি। দেশে এসে আল্লাহর ওপর ভরসা রেখে দেশ গড়ার কাজ শুরু করেছি। আমি বিশ্বাস করি, এ বাংলাদেশ কোনো দিন ব্যর্থ হবে না।
‘আমি বাবা-মাসহ পরিবারের সবাইকে হত্যার বিচার পাইনি। ৩৫ বছর পর নিজে যখন ক্ষমতায় আসলাম, তারপর বিচারকাজ শুরু করতে পেরেছি। তবে জনগণ যাতে ঠিক সময়ে বিচার পায় সেজন্য কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে দেশ, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা মেনে ভূমিকা রাখতে বিচারপতিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।