পিএসজির জার্সিতে নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত
গত সাত মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলো ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে আর্তেতার হাত ধরে গত মৌসুমে লিগে রানার্স আপ হয়েছে তারা। ফলে দীর্ঘ সাত মৌসুম পর ইউরোপের সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পেয়েছে গানাররা। বর্তমানে আর্সেনাল একটি শক্তিশালী দল। তবে তাদের শক্তি বাড়াতে পারেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্লাবটির চ্যাম্পিয়ন হওয়ার মূল চাবি হতে পারেন তিনি – এমনটাই মনে করছেন সাবেক আর্সেনাল ফুটবলার জুলিও বাপতিস্তা।
সাম্প্রতিক গোলডটকমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাপতিস্তা। সেখানেই তিনি আর্সেনালের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। ক্লাবটির শক্তি আরও বাড়াতে কী করতে হবে, কাকে দলে আনতে হবে, সে কথাই জানান সাবেক গানার ফুটবলার।
জুলিও বাপতিস্তা বলেন, ‘আমি মনে করি নেইমার পিএসজিতে স্বস্তিবোধ করে। কিন্তু তার ক্লাব পরিবর্তন খুবই জরুরি। সেটা হতে পারে এমন কোন ক্লাব, যারা নেইমারকে পুরো সমর্থন ও আত্মবিশ্বাস জোগাবে এবং সেটাই তার প্রয়োজন। তাই আমি মনে করি, তার আর্সেনালে আসা উচিত। ইউরোপের সেরা ক্লাবগুলোর মধ্যে একটি আর্সেনাল। গত ৮ বছরে তারা আশানুরূপ সাফল্য পায়নি। কিন্তু মিকেল আর্তেতা এবং বর্তমান আর্সেনাল কিছুটা ভিন্ন। ব্রাজিলে আমরা একটা কথা বলে থাকি, তোমার ঘর আছে, সবকিছু আছে এবং তার জন্য কেবল একটি চাবি দরকার। হয়তো নেইমারই আর্সেনালের সেই চাবি, যে তাদের পূর্ণতা দিতে পারে। সে একজন অসাধারণ খেলোয়াড়।’
এমন নয় যে, আর্সেনাল নেইমারকে কখনও কেনার ইচ্ছা দেখায়নি। পিএসজিতে যোগ দেয়ার আগেও নেইমারের প্রতি আগ্রহ দেখিয়েছিল ইংল্যান্ডের বেশকিছু ক্লাব। তাদের মধ্যে ছিল আর্সেনালও। তবে এখন পিএসজি চাইছে তাকে বিক্রি করে দিতে। তবে নেইমার নিজ থেকেই এখন আর পিএসজি ছাড়তে চান না। এমন অবস্থায় কি তাকে আর্সেনাল কিনতে পারবে?
২০১৭ সালে রেকর্ড ফিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। ক্লাবটির হয়ে লিগ শিরোপা ছাড়াও বেশকিছু শিরোপা জিতেছেন নেইমার। তবে ইউরোপের সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি তিনি। যে আশা নিয়ে পিএসজি তাকে চুক্তি করিয়েছিল, সে আশা পূরণ করতে না পারাতেই এখন এ ব্রাজিলিয়ান তারকাকে বিক্রির চিন্তা করছে পিএসজি।