কক্সবাজারের টেকনাফ উপজেলায় ফারিহা জান্নাত (৮) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। মুক্তপণ হিসেবে ওই শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করছে দুবৃর্ত্তরা।
অপহরণ হওয়া শিক্ষার্থী উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদার পাড়ার বাসিন্দা ছানা উল্লাহ মেয়ে। সে হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
শুক্রবার (২৮ জুলাই) সকালে অপহরণের বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, একের পর এক অপহরণের ঘটনায় এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে কাজ করছে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে রাস্তা থেকে ফারিহা জান্নাতকে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজে তার সন্ধান পাওয়া যায়নি। রাতে হঠাৎ করে অপহৃরিত শিশুর বাবার মুঠোফোনে মেয়ের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছেন।
শিক্ষার্থীর বাবা ছানা উল্লাহ বলেন, মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে চাই। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। খবরটি শুনে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুঁটে যান এবং শিশু শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।