উদ্ধার হওয়া মোবাইলটি হস্তান্তর করছে পুলিশ। ছবি একুশে বিডি।
মাস খানেক আগে গাজীপুরের কাপাসিয়া থেকে হারিয়ে যায় মো. নাইম নামের একজনের স্ত্রীর মোবাইল ফোন। এরমাঝে মোবাইলটি তিন হাত বদল হয়েছে। পরে প্রযুক্তির সাহায্যে সে মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) স্মার্টফোনটি নরসিংদীর মনোহরদী থেকে উদ্ধার করেন কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবির আল মামুন। পরে মোবাইলের মালিকের হাতে সেটি হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ জুন সন্ধ্যায় কাপাসিয়া বাজারে নববধূ নিয়ে শপিংয়ে যান খোদাদিয়া এলাকার বাসিন্দা মো. নাইম। ভুলবশত তার স্ত্রীর হাতে থাকা রিয়েলমি সি-২৫ ফোনসহ একটি ব্যাগ হারিয়ে যায়। পরে এ বিষয়ে নাঈম কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মোবাইলটির আইএমই নম্বরের সূত্র ধরে অনুসন্ধান শুরু করেন তদন্ত কর্মকর্তা এসআই কবির আল মামুন। একপর্যায়ে ট্রেকিংয়ে নরসিংদী জেলার মনোহরদী এলাকায় ব্যবহারকারীর অবস্থান নিশ্চিত হন তদন্তকারী কর্মকর্তা। পরে সেখানে গিয়ে একজন রাজমিস্ত্রীর কাছ থেকে ফোনটি উদ্ধার করেন তিনি। এসময় ওই রাজমিস্ত্রী অনুতপ্ত হয়ে বলেন, অল্প টাকায় এক বন্ধুর কাছ থেকে ফোনটি কিনেছিলেন তিনি। পুলিশের উপস্থিতিতেই তিনি তার বন্ধুকে ফোন দিয়ে মোবাইল সম্পর্কে জানতে চাইলে সেই ব্যক্তিও দাবি করেন ওই মোবাইলটি রাস্তা থেকে এক লোকের কাছ থেকে কিনেছিলেন তিনি।
এদিকে হারিয়ে যাওয়ার একমাস পর ফোন ফিরে পেয়ে আনন্দিত নববধূ। দায়িত্ব নিয়ে মুঠোফোনটি উদ্ধার করে দেয়ায় কাপাসিয়া থানা পুলিশকে কৃতজ্ঞতা জানান ওই নারী।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবির আল মামুন জানান, আগের চাইতে বর্তমানে পুলিশ বাহিনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বিষয়ে সফলতা পেয়েছে। এ পর্যন্ত প্রায় একশোর মতো মোবাইল ফোন উদ্ধার করেছেন বলে জানান তিনি।