লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ৫ বছর খেলেছেন ফ্যাবিনহো। ছবি: সংগৃহীত
ইউরোপের ক্লাবগুলো থেকে ফুটবলারদের সৌদি আরবে পাড়ি দেয়ার তোড়জোড় লেগে গেছে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর সৌদি আরবের ক্লাবে নাম লিখিয়েছেন নামিদামি একাধিক তারকা। করিম বেনজেমা, এনগোলে কান্তে, জর্ডান হেন্ডারসন, রবার্তো ফিরমিনোর পর এবার সেই তালিকায় যোগ হতে পারে ফ্যাবিনহোর নাম।
ফ্যাবিনহোকে বেচে দিতে সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে আলোচনা করছে লিভারপুল। খবর দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর। দুপক্ষই নাকি সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছে। চুক্তি হলে তিন বছরের জন্য ইত্তিহাদে দেখা যাবে ফ্যাবিনহোকে।
মোনাকো থেকে ২০১৮ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন ফ্যাবিনহো। দলটির হয়ে সব মিলিয়ে ২১৯ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবো কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি।
ফ্যাবিনহোর পদচিহ্ন আছে স্পেনেও। ফ্লুমিনেস, রিও আভে অধ্যায় শেষ করে ২০১২ সালে রিয়াল মাদ্রিদের কাস্তিয়ায় ধারে খেলতে যান তিনি। কাস্তিয়ার হয়ে ৩০টি ম্যাচ খেলা এই ফুটবলার সিনিয়র দলের হয়ে খেলেন মাত্র এক ম্যাচ। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ফ্যাবিনহোর ম্যাচসংখ্যা ৫১৩টি।