জলি রহমান। ছবি: সংগৃহীত
‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে ২০১৬ সালে রুপালি পর্দায় পা রেখেছিলেন চিত্রনায়িকা জলি। এরপর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত জলির ভাটা পড়ে পর্দা-জীবনে।
এবার আড়াল ভাঙছেন জলি রহমান। চার বছর পর ফিরছেন লাইট-ক্যামেরার সামনে। ‘পদ্মাবতী’রূপে পর্দায় দেখা যাবে তাকে। এমন খবরই জানিয়েছেন এ নায়িকা।
‘পদ্মাবতী’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জলি। এটি পরিচালনা করবেন ধীমন বড়ুয়া। পরিচালক হিসেবে ধীমনের প্রথম সিনেমা ‘পদ্মাবতী’। সিনেমা কিংয়ের ব্যানারে এটি প্রযোজনা করবেন মনজুরুল ইসলাম মেঘ।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে জলি বলেন, “আমি সর্বশেষ চার বছর আগে কাজ করি ‘ডেঞ্জার জোন’ সিনেমায়। এর গানগুলো প্রকাশ হলেও সিনেমাটি মুক্তি পায়নি। বিরতির পর ‘পদ্মাবতী’ দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। সিনেমার গল্প অসাধারণ। আশা করি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।”
তিনি আরও বলেন, ‘এতদিন সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। আমার সন্তান ছোট থাকায় অভিনয়ে সময় দিতে পারছিলাম না। এখন সন্তানের বয়স তিন বছর। তাকে বাসায় রেখে শুটিংয়ে বের হওয়া সম্ভব হচ্ছে। ভালো গল্প ও চরিত্র পেলে এখন থেকে নিয়মিত অভিনয় করব।’
শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নির্মাতা জানান, নদীমাতৃক দেশ বাংলাদেশ। এর সংস্কৃতি ও জনগণের জীবনের গল্প নিয়ে নির্মিত হবে ‘পদ্মাবতী’। জলি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন নবাগত নাসিক মাহী, মডেল নাদিয়া ও নাদের খান।