আওয়ামী লীগের সমাবেশে সঙ্গে কথা বলছেন শামীম ওসমান। ছবি: ভিডিও থেকে নেয়া
যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলে হুংকার দিযেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সমাবেশে যোগ দিতে এসে এ হুংকার দেন তিনি
শামীম ওসমান বলেন,
নারায়ণগঞ্জ থেকে ৫০-৬০ হাজার লোক এ সমাবেশে এসছে। পুরো মাঠ নারায়ণগঞ্জের লোকে লোকারণ্য। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জের মাটি এ কসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল, এখনও আওয়ামী লীগের ঘাঁটি আছে। শান্তিপূর্ণভাবে যেকোনো অবস্থার মোকাবিলা করা হবে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ বলেন, ‘আমরা মনে করি, আমাদের শক্তির উৎস হচ্ছে ওপরে আল্লাহ আর মাটিতে জনতা। আমাদের পরিচালক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় আমাদের সুনিশ্চিত।’
যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে বলেও জানান তিনি।
এদিকে দুপুর দুইটার পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও এর আশপাশের এলাকা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশস্থল মিছিলে মিছিলে ভরে যায়। ৩টার পরপরই সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত রয়েছেন।