নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি একুশে বিডি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবিধান নিয়ে কটাক্ষ করে বলেন, শেখ হাসিনা বারবার সংবিধানের কথা বলেন। এই সংবিধান নৌকা মার্কার সংবিধান।
শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনার উদ্দেশ্য হলো গোটা জাতিকে নীরব রাখা। শেখ হাসিনা দৈত্যের মতো ক্ষমতায় বসে আছে। ওই দৈত্যকে ক্ষমতা থেকে সরাতে হবে।
আওয়ামী লীগের চেয়ারে বাবুই পাখি উল্লেখ করে রিজভী বলেন, ‘সড়কে আমাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে। তাদের মোবাইল চেক করা হয়েছে। পুলিশ পদে পদে বাধা দিয়েছে। তারপরও এ জনসমুদ্রের ঢেউ আটকে রাখতে পারেনি। বিএনপির সমাবেশে শুধু মানুষ আর মানুষ।’
‘আজ দেশের এত অপবাদের কারণ হলো: সরকার দেশে গুম-খুনের রাজত্ব কায়েম করেছে। আন্তর্জাতিকভাবেও এ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে,’ যোগ করেন তিনি।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘শেখ হাসিনার অধীন কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। শেখ হাসিনার অধীন নির্বাচনে গরু যায়, ছাগল যায়–মানুষ যায় না। তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চাই।’