ফাইল ছবি
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রতিবার এসএসসিতে যারা ভালো ফল করে–নিজ বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে উদ্যাপন করে দিনটি। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য সংগঠনের সমাবেশের কারণে এবার আনন্দে ভাটা পড়েছে তাদের।
দুই বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ। এই দুই দল ছাড়াও গণফোরাম, গণপরিষদ, ইসলামি আন্দোলন থেকে শুরু করে অন্যান্য সংগঠনের সমাবেশও চলছে। আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। অনেকে আশঙ্কা করছেন সংঘাত ও সংঘর্ষের। এমনই দিনে প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফল।
সমাবেশের কারণে পল্টন, বায়তুল মোকাররম, কাকরাইল, শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল একেবারে নগণ্য। সমাবেশে যোগ দিতে আসা মানুষ ছাড়া বাকিরা এড়িয়ে চলছেন এসব এলাকা। অনেকেই আতঙ্কে আছেন বড় রকমের সংঘাতের। এতে ফল প্রকাশের পরও শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্যাপনের জন্য বিদ্যালয়ে যাচ্ছেন না।
এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন মতিঝিল মডেল স্কুলের শিক্ষার্থী সাকিব। সময় সংবাদকে সে বলে, ‘ইচ্ছা ছিল স্কুলে গিয়ে ফল দেখব। বন্ধুদের সঙ্গে দিনটি উদ্যাপন করব। কিন্তু সমাবেশের কারণে ওই দিকের যে অবস্থা! শেষমেশ বাসায় বসে রেজাল্ট দেখলাম। আমার অনেক বন্ধুই এসব সমাবেশের কারণে স্কুলে যেতে পারেনি।’
একই স্কুলের শিক্ষার্থী মঈনুল বলেন, ‘আমার বাসা স্থানীয় কলোনিতে হওয়ায় সহজে স্কুলে যেতে পেরেছিলাম। কিন্তু গিয়ে দেখি সমাবেশের কারণে আমার ঘনিষ্ঠ বন্ধুরা কেউ আসতে পারেনি। এমন খুশির দিনেও মন খারাপ হয়ে গেল।’
আবু আহাদের মেয়ে সুমাইয়া পড়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে। এবার সুমাইয়া এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। আহাদ আক্ষেপ করে বলেন, ‘সকাল থেকে মেয়ে বলছে স্কুলে গিয়ে বান্ধবীদের সঙ্গে আনন্দ করবে। ওকে বলেছিলাম ভালো ফল করলে যা চাইবে তাই দেব। অথচ দেশের এমন অবস্থা যে সামান্য এই চাওয়াটা পূরণ করতে পারছি না।’
আরেক অভিভাবক খাদিজা আক্তারের ছেলে পড়ে মতিঝিল আইডিয়াল স্কুলে। তিনি বলেন, ‘এই দিনটাই বেছে নিতে হলো সমাবেশের জন্য! আমার বাসা আরামবাগ। আমার বাসার সামনেই একটি সংগঠন সমাবেশ করছে। আবার একটু পরপর আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি মিছিল বের হচ্ছে। এসবের মধ্যে ছেলেকে স্কুলে পাঠানোর সাহস হচ্ছে না। ছেলে মন খারাপ করে বসে আছে। কিন্তু নিরাপত্তার খাতিরে কিছু করতে পারছি না।’
রাজধানীর আরামবাগ হাইস্কুলের বিজ্ঞান বিভাগের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সহনশীল হওয়া উচিত। আজ তাদের থেকে স্কুলের গণ্ডি পেরোনো বাচ্চারা কী শিখল? রাজনীতি নিয়ে তাদের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়ে গেল।’
শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে একযোগে ফল প্রকাশ হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ। মোট পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট গড়) পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।