নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
জাতিসংঘের অধীন ভোট চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এ নিয়ে একটা আলোচনা হোক।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর মৎস্য ভবনের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ‘আওয়ামী লীগ প্যাথলজিক্যাল লায়ার (মিথ্যাবাদী)। তাদের শান্তি সমাবেশে কোনো জনসমর্থন নেই। শেখ হাসিনা বিরোধী দলের ওপর নির্যাতন করে। আওয়ামী লীগের কারণে হিরো আলম জিরো থেকে হিরো হয়েছে। আজ কোটি কোটি জনতা রাস্তায় নেমেছে।’
আমি হাইকোর্টকে অপমান করছি না। তবে আজ যা বলছি, কান পেতে শুনন। বাতিল হতে হতে সব বাতিল হবে। শেখ হাসিনাকে কাতুকুতু দিলে এই সরকাকেরর পতন হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। দাবি একটাই–সরকার পতন। রাজপথে থাকব।
এ সময় জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন,
সরকার ভোট ডাকাতি করে; জ্যামার দিয়ে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দাবিয়ে রাখতে চায়। কিন্তু এই জবাব জনগণ দেবেই। ৩১ দফা নতুন দিগন্তের প্রস্তাবনা, যা এ দেশের জন্য ইতিবাচক।
তিনি বলেন, ‘রাজনৈতিক হয়রানির নামে মামলা দেয় এই সরকার, যা হাইকোর্ট পর্যন্ত চলে যায়। এই সরকার পদত্যাগ আর সংসদ বিলুপ্ত আমাদের এক দফা দাবি। এ সরকার থাকলে দেশের কোনো স্বাধীনতা থাকবে না। ৫৩ বছরে দেশ উল্টো স্রোতে গেছে।’
প্রশ্ন রেখে সাকি বলেন, বাংলাদেশে ভোট ও নির্বাচনের জন্য জাতিসংঘ ও মার্কিন কংগ্রেসকে আসতে হয়–এ অবস্থা কে করল? দরজা খোলা রেখে চোর আসার ব্যবস্থা কে করল?