কুয়েতের কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ। ছবি: সংগৃহীত
পাঁচ কারাবন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। পাঁচজনকেই বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত। খবর আরব টাইমসের।
কুয়েতের পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের কুয়েতের কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এক ব্যক্তির নাম আব্দুররহমান সাবাহ ইদান। তাকে কুয়েতের শিয়া মসজিদ বলে পরিচিত এক মসজিদে বোমা হামলার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০১৫ সালে সংঘটিত সেই হামলায় ২৭ জন নিহত হয়েছিলেন।
আব্দুররহমান সাবাহ ইদান ছাড়াও দণ্ড কার্যকর হওয়া বাকি চারজনের মধ্যে ৩ জন হত্যার দায়ে এবং বাকি একজন মাদক পাচারের দায়ে দণ্ডিত।
হত্যার অভিযোগে দণ্ডিত দুই ব্যক্তির একজন মিসরীয় এবং একজন কুয়েতি। তৃতীয় আরেকজনের পরিচয় জানা যায়নি। এছাড়া মাদক পাচারের অভিযোগে দণ্ডিত ব্যক্তি শ্রীলঙ্কার নাগরিক।