মেহেরপুরে আশুরা উপলক্ষে আয়োজিত মেলায় পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ছবি
পবিত্র আশুরা উপলক্ষে মেহেরপুরে বসেছে মেলা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমায় সর্বস্তরের মানুষ
শনিবার (২৯ জুলাই) সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কুতুবপুরে এই মেলা বসে। সকাল থেকেই মেলায় ভিড় বাড়তে থাকে।
মেলা উপলক্ষে নানা পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এ ছাড়া হস্তশিল্প ও অলংকারের দোকানে ভিড় দেখা যায় স্থানীয়দের।
মেলায় ঘুরতে আসা তসিফ হাসান বলেন, ‘আয়োজনটি খুবই প্রশংসার দাবি রাখে। সব মতভেদ ভুলে একই আনন্দে মেতে উঠছি সবাই।’
শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, লক্ষ্যভেদ খেলা রয়েছে মেলায়। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিরনি বিতরণ ও তাজিয়া মিছিলের দেখা মেলে।
শিয়া কিংবা সুন্নি নয়, পূর্বপুরুষদের ধারায় প্রতিবছরই এ মেলার আয়োজন করে থাকেন এলাকাবাসী।