মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত
তাইওয়ানকে ৩৪ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৮ জুলাই) এক বিবৃতিতে হোয়াইট হাউস এ কথা জানায়। খবর আল-জাজিরা।
যুক্তরাষ্ট্রের ঘোষণা করা এই প্যাকেজের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক আর্টিকেল এবং সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সহায়তা রয়েছে।
তবে এই সহায়তায় কোনো অস্ত্র দেয়া হবে কি না সে বিষয়ে হোয়াইট হাউস কোনো তথ্য জানায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ছোটছোট গোলাবারুদ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার উপাদান রয়েছে।
তাইওয়ান ইস্যুসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য বিরোধ ইত্যাদি নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিরোধ রয়েছে। সম্প্রতি দুই পক্ষের মধ্যকার সম্পর্ক উন্নয়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বেইজিং সফর করেন। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় বেইজিংকে ক্ষুব্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউসের দেয়া বিবৃতি অনুযায়ী, তাইওয়ানকে সহযোগিতার অংশ হিসেবে মূলত সামরিক প্রশিক্ষণ বাবদ ৩৪ কোটি ৫০ লাখ ডলার খরচ করা হবে।
১৯৭৯ সালে বেইজিংকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক স্বীকৃতি দিলেও দেশটি তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র। তাইওয়ানের অস্ত্রের সবচেয়ে বড় অংশই আসে যুক্তরাষ্ট্র থেকে।