পটুয়াখালীতে মশারির ভেতরে চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। ছবি সংগৃহীত
পটুয়াখালীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এদের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। এদিকে আক্রান্তের অধিকাংশই মহিলা ও শিশু।
জেলার সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত ১৭৬ রোগী পটুয়াখালী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৮৪৯ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭৩ জন
সদর উপজেলা থেকে আসা রুমা আক্তার বলেন, প্রথমে আমার ডেঙ্গু হয়েছে। গ্রামে এখন ঘরে ঘরে ডেঙ্গু রোগী।
পটুয়াখালীর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, পটুয়াখালী শহরে আগে মশা নিধনের জন্য স্প্রে করা হলেও তাতে কোনো কাজ হয় না। যে স্প্রে করে তাতে শুধু ধোঁয়া বের হয়; মশা মরে না।
পটুয়াখালী মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, দিন দিন এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এতো বেশি রোগী আসছে, আমাদের বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।