অস্ত্রসহ আটক আনিচুর রহমান। ছবি সংগৃহীত। পটুয়াখালীর বাউফলে দুটি আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে বাউফলের কেশবপুর ইউনিয়নে কেশবপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসের টিনশেট ঘর থেকে পিস্তল, বন্দুক, দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ আনিচুর রহমান তালুকদার (৪৮) নামে ওই যুবককে আটক করা হয়।
স্থানীয়রা জানান, আটক আনিচুর রহমান এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিনের ‘দেহরক্ষী’ হিসেবে পরিচিতি। তার বাবার নাম মোজাম্মেল তালুকদার। কলেজের এ ঘরটি ইউপি চেয়ারম্যান তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে।
তবে, কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন দাবি করেছেন, আটক আনিচুর রহমান তার লোক নয়।
বাউফল থানার ওসি এটিএম আনিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।